তৃণমূল কংগ্রেসের জেলা সভানেত্রী পাপিয়া ঘোষকে সংবর্ধনা জানালো বাগডোগরা অঞ্চল তৃণমূল কংগ্রেস

শিলিগুড়ি, ১৯ ফেব্রুয়ারিঃ দার্জিলিং জেলায় ঘাসফুল ফুটিয়ে এবার নজরে দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী পাপিয়া ঘোষ।


শিলিগুড়ি পুরনিগম ভোটে ৪৭টি ওয়ার্ডে প্রচার ও দলকে নেতৃত্ব দিয়ে কাজের সুবাদে একক সংখ্যাগরিষ্টতা অর্জন করে বোর্ড গঠন করছে তৃণমূল।পাপিয়া ঘোষের নেতৃত্বে শিলিগুড়ি পুরনিগমে নিজেদের ঘাঁটি  শক্তিশালী করেছে।এদিন দলনেত্রীকে শুভেচ্ছা জানালো আপার বাগডোগরা অঞ্চল তৃণমূল কংগ্রেস।শনিবার বাগডোগরায় পাপিয়া ঘোষকে কেক ও ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান অঞ্চল সভাপতি ভোলা গুহ।

এদিন পাপিয়া ঘোষ জানান, খুব ভালো লাগছে।বুথের কর্মীদের নিয়ে কাজ করা এবং নির্বাচনে জয়লাভ করতে মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণা কাজে এসেছে।সকলের উৎসাহ উদ্দীপনা দলের কাজে এসেছে।আগামীদিনেও এই উদ্দীপনা দলের সংগঠনকে মজবুত করতে সুবিধা করবে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *