বেলাকোবা, ১৪ জানুয়ারিঃ যেকোনও সমস্যার সমাধান করতে এবারে পাড়ায় পুলিশ।
মঙ্গলবার শিকারপুর গ্রাম পঞ্চায়েতের ঢোপের হাটে সাধারণ মানুষের সমস্যার কথা শুনলেন বেলাকোবা ফাঁড়ির পুলিশ আধিকারিকেরা।পুলিশের এমন উদ্যোগে যেসকল মানুষ থানায় আসতে ভয় পান তারাও এখন নিঃসন্দেহে পুলিশকে অভিযোগ জানাচ্ছেন।
এদিন উপস্থিত ছিলেন বেলাকোবা ফাঁড়ির ওসি কে টি লেপচা, এএসআই বিশ্বজিৎ মহন্ত।সরকারি পরিষেবা সংক্রান্ত বিভিন্ন অসুবিধার ব্যাপারে তাদের কাছে অভিযোগ জানান এলাকাবাসী।
এলাকাবাসীরা জানান, থানায় যেতে ভয় লাগতো।আইনি জটিলতায় জড়িয়ে পড়ার ভয়ে অনেকেই যেতে চান না।কিন্তু পাড়ায় পুলিশ আসাতে সহজে তাদের কাছে সমস্যা তুলে ধরতে পারছি।