কালচিনি, ২ ফেব্রুয়ারিঃ আগামীকাল থেকে খুলছে স্কুল।অষ্টম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেনী অবধি খুলছে স্কুল।অন্যদিকে পঞ্চম থেকে সপ্তম শ্রেণী অবধি পাড়ায় শিক্ষালয়ে পঠন পাঠনের নির্দেশ দেওয়া হয়েছে।এই পাড়ায় পাঠশালা নিয়ে চিন্তিত কালচিনি ব্লকের প্রত্যন্ত চা বলয় ও বনবস্তি সংলগ্ন এলাকার বিভিন্ন স্কুল কর্তৃপক্ষ।
জানা গিয়েছে, এই সমস্ত এলাকায় ৩০-৩৫ কিমি দূর থেকে প্রত্যন্ত এলাকা থেকে ছাত্রছাত্রীরা আসে।সেই এলাকায় গিয়ে পাড়ায় শিক্ষালয় চালু করা খুবই সমস্যার।একদিকে যেমন শিক্ষকের অভাব অন্যদিকে বিদ্যালয়ে নিয়মিত ক্লাস অব্যাহত রেখে দূর দূরান্তে গিয়ে পাড়ায় শিক্ষালয় চালানো চিন্তায় স্কুল কর্তৃপক্ষ।
এই বিষয়ে হ্যামিল্টনগঞ্জ হাইস্কুলের প্রধান শিক্ষক অরিন্দম মজুমদার জানান, আমাদের বিদ্যালয়ে ৩৫ কিমি দূরে জয়ঁগা থেকে ছাত্রছাত্রীরা আসে।দূর দূরান্ত, প্রত্যন্ত এলাকায় গিয়ে পাড়ায় শিক্ষালয় করা খুবই সমস্যার হবে।এছাড়াও পর্যাপ্ত শিক্ষক ও শিক্ষিকারও অভাব রয়েছে।একদিকে বিদ্যালয়ের ক্লাস ওপরদিকে পাড়ায় শিক্ষালয় আমাদের পক্ষে চাপ হয়ে দাঁড়াবে।