নকশালবাড়ি, ৭ ফেব্রুয়ারিঃ রাজ্যের বিভিন্ন জায়গার পাশাপাশি নকশালবাড়িতেও শুরু হল পাড়ায় শিক্ষালয়।
মুখ্যমন্ত্রীর নির্দেশ মত সোমবার পঞ্চম-ষষ্ঠ-সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের নিয়ে পড়ায় পাঠশালা শুরু করল নকশালবাড়ি নন্দ প্রসাদ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়।এদিন বৃষ্টির জেরে খালপাড়া মাঠ পরিবর্তন করে স্কুলের মিড-ডে মিলের শেডের নীচেই শুরু করা হয় ক্লাস।মুখে মাস্ক ও সামাজিক দূরত্ব বজায় রেখে চলছে ক্লাস।দীর্ঘদিন পর ফের ক্লাস করতে পেরে খুশি শিক্ষার্থী সহ শিক্ষকরাও।
স্কুলের শিক্ষক প্রানেশ মাহাতো জানান, আমরাও অনেকদিন ঘরে ছিলাম।আজ বাচ্চাদের সামনে পেয়ে ভালো লাগছে।