জলপাইগুড়ি, ২৭ ফেব্রুয়ারিঃ নির্বাচন ঘোষনার পরই জলপাইগুড়ির ১৪ নম্বর ওয়ার্ডে ‘পাড়ায় সমাধান’ প্রকল্পের কাজ পরিদর্শন করলেন জলপাইগুড়ি পৌরসভার প্রশাসক বোর্ডের সদস্য তথা জলপাইগুড়ি তৃণমূল যুব নেতা সৈকত চ্যাটার্জি।
জানা গিয়েছে, জলপাইগুড়ির ১৪ নম্বর ওয়ার্ডের দেশবন্ধু পাড়ায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ‘পাড়ায় সমাধান’ প্রকল্পের অধীনে জলপাইগুড়ি পৌরসভা এবং এমইডি এর যৌথ উদ্যোগে ডিপ টিউবওয়েল ও সাবমার্সিবল পাম্প বসানোর কাজ চলছে।এছাড়াও রাজবাড়ি পাড়া, জলপাইগুড়ি ৮ ও ১০ নম্বর ওয়ার্ডেও এই পাম্প বসানোর কাজ চলছে।
নির্বাচন ঘোষনার পরই এই প্রকল্পগুলির কাজ খতিয়ে দেখতে আসেন জলপাইগুড়ি পৌরসভার প্রশাসনিক বোর্ডের সদস্য সৈকত চ্যাটার্জী।সৈকত চ্যাটার্জি বলেন, বিগত বহুবছর ধরে দেশবন্ধু পাড়া এলাকার মানুষেরা পানীয় জলের সমস্যায় ভুগছেন।১৭ এপ্রিল এর মধ্যেই এই সমস্যার সমাধান হবে।