শিলিগুড়ি, ২১ জানুয়ারিঃ মাদক দ্রব্য পাচার করতে ব্যবহার করা হচ্ছে পার্সেলের।যার পর্দা ফাঁস করলো এনজেপি আরপিএফ।এনজেপি থেকে পাঞ্জাবের ভাটিন্ডার জন্য বুকিং করা পার্সেল থেকে গাঁজা উদ্ধার করে এনজেপি আরপিএফ।
জানা গিয়েছে, স্পেশাল চেকিং এর সময় এনজেপি আরপিএফ এর টিম কমার্শিয়াল বিভাগের পার্সেল অফিসে তল্লাশি চালায়।সেইসময় দুটি পার্সেল দেখে সন্দেহ হয় আধিকারিকদের।এরপর পার্সেল দুটি খোলা হলে সেখান থেকে উদ্ধার হয় বিপুল পরিমাণে গাঁজা।পার্সেলের দুটি বাক্স থেকে উদ্ধার হয় ৮৭ কিলো গাঁজা।উদ্ধার হওয়া গাঁজার বাজারমূল্য ৪ লক্ষ ৭০ হাজার টাকা।
সূত্রের খবর, চন্দন কুমার নামে এক যুবক এনজেপি থেকে ভাটিন্ডার জন্য পার্সেল বুকিং করেন।পার্সেল বুকিং করা যুবক বিহারের সমস্তীপুরের বাসিন্দা বলে জানা গিয়েছে।উদ্ধার হওয়া গাঁজা জিআরপি’র হাতে তুলে দেওয়া হয়েছে।গোটা ঘটনার তদন্ত শুরু করেছে জিআরপি।