শিলিগুড়ি, ২৬ জুলাইঃ ট্রেনের পার্সেল ভ্যানে পাচার করা হচ্ছিল গাঁজা।খবর মিলতেই গাঁজা পাচারের ছক বানচাল করলো এনজেপি জিআরপি।উদ্ধার হয়েছে লক্ষাধিক টাকার গাঁজা।
জানা গিয়েছে, বামনহাট-শিয়ালদাহ উত্তরবঙ্গ এক্সপ্রেসের পার্সেল ভ্যানে খৈনির বস্তার আড়ালে গাঁজা নিয়ে যাওয়া হচ্ছিল।এই খবর পায় এনজেপি জিআরপি।গতকাল এনজেপি রেল স্টেশনের ৩ নম্বর প্লাটফর্মে ট্রেন থামতেই অভিযান চালানো হয়।তল্লাশি চালিয়ে খৈনির বস্তার মধ্যে রাখা বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করে জিআরপি টিম।
জিআরপি সূত্রে জানা গিয়েছে, উদ্ধার হওয়া গাঁজার ওজন ৩০ কিলো।যার বাজারমূল্য লক্ষাধিক টাকা।উত্তরবঙ্গ এক্সপ্রেসের পার্সেল ভ্যানে গাঁজার বস্তা পার্সেলের নাম বুকিং করা হয়েছিল।পার্সেলটি কার এবং এই ঘটনায় কারা জড়িত রয়েছে তার তদন্তে এনজেপি জিআরপি।