শিলিগুড়ি,১ আগস্টঃ লোকগীতি, ভাওয়াইয়া গানের প্রতি আগ্রহ তার ছোটোবেলা থেকেই, তবে জীবিকার স্বার্থে বেছে নিয়েছেন রিক্সাচালকের পেশা। তবে রিক্সা চালাতে চালাতে যখনই ক্লান্ত হয়ে পড়েন তখনই দোতারা হাতে মন খুলে গাইতে শুরু করেন। তার গান শুনতে আশেপাশে ভিড় জমায় মানুষ, আর তাতেই তিনি খুঁজে পান আনন্দ।
ফুলবাড়ির শান্তিপাড়ার বাসিন্দা পরেশ চন্দ্র রায় লোকগীতি ও ভাওয়াইয়া গানের এক বিশাল ভক্ত। আজকের দিনেও যাতে এই গান শহরে টিকে থাকে সেই চেষ্টা চালিয়ে যাচ্ছেন তিনি। পেশায় রিক্সাচালক হওয়ার দরুন লকডাউন এবং লকডাউনের পরেও আর্থিক বিভিন্ন সমস্যার মধ্যে যেতে হচ্ছে তাকে। তবে গানই তার সব সমস্যার সমাধান। যখনই কোথাও গান গাওয়ার সুযোগ পান তখনই সব ছেড়েছুড়ে অনুষ্ঠানে মেতে ওঠেন। তিনি চান এই গানগুলো সারাজীবন মানুষের মধ্যে বেঁচে থাকুক।