পারিবারিক অশান্তির জেরে আত্মঘাতী গৃহবধূ, গ্রেফতার শ্বশুর-শাশুড়ি সহ দেওর

শিলিগুড়ি,১৫ জুলাইঃ পারিবারিক অশান্তির জেরে আত্মঘাতী হলেন গৃহবধূ।ঘটনাটি ঘটেছে এনজেপি থানার অন্তর্গত ফুলবাড়ি ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের ছোবাভিটা এলাকায়।


স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রাজগঞ্জ ব্লকের আমবাড়ি এলাকার হেমচরণ রায়ের মেয়ে ভোগমতি রায়ের সঙ্গে তিন বছর আগে ফুলবাড়ির ছোবাভিটা এলাকার বাসিন্দা মেঘলাল রায়ের ছেলে স্বাধীন ওরফে মিঠু রায়ের বিয়ে হয়।মৃতার পরিবারের সদস্যদের অভিযোগ, বিয়ের পর থেকেই তাদের মেয়ের ওপর শারীরিক ও মানসিক অত্যাচার চালাত শ্বশুরবাড়ির লোকজন।বেশ কয়েকবার স্থানীয় পঞ্চায়েত প্রধানকে নিয়ে সালিশি সভা করে মীমাংসা করা হলেও কোনও সমাধান হয়নি।গত সোমবার গায়ে আগুন লাগিয়ে আত্মহত্যার চেষ্টা করে ওই গৃহবধূ।এরপর গৃহবধূকে অগ্নিদগ্ধ অবস্থায় প্রথমে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও পরবর্তীতে শিলিগুড়ির একটি নার্সিংহোমে নিয়ে যাওয়া হয়।আজ সেখানেই মৃত্যু হয় তার।

এদিকে ঘটনার পর শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে এনজেপি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে মৃতার পরিবার।অভিযোগের ভিত্তিতে গৃহবধূর শ্বশুর,শাশুড়ি ও দেওরকে গ্রেফতার করেছে পুলিশ।যদিও পলাতক রয়েছে গৃহবধূর স্বামী। তার খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *