শিলিগুড়ি, ১৭ মেঃ উত্তর-পূর্ব ভারতের স্টেশন গুলোর মধ্যে অন্যতম শিলিগুড়ির এনজেপি স্টেশন।ইতিমধ্যেই এই স্টেশনকে উন্নতমানের স্টেশন তৈরির কাজ শুরু করেছে রেল দপ্তর।দেশ বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রচুর পর্যটক এখানে আসেন।স্টেশনে নেমে বিভিন্ন সময় অসুবিধের মুখে পড়তে হয় পর্যটকদের।এই কারণে এনজেপি স্টেশনে চালু করা হল পর্যটক সহায়তা কেন্দ্র।
জানা গিয়েছে, আইএনটিটিইউসি’র এনজেপি শাখার উদ্যোগে বুধবার থেকে পর্যটক সহায়তা কেন্দ্র চালু করা হল।এদিন অনুষ্ঠানের মধ্য দিয়ে এই পর্যটক সহায়তা কেন্দ্রের উদ্বোধন করেন শ্রমিক সংগঠনের নেতৃত্বরা।
এই বিষয়ে আইএনটিটিইউসি ব্লক-৩ সভাপতি সুজয় সরকার জানান, বেশকিছু দিন ধরে খবর আসছিল বাইরে থেকে আসা পর্যটকরা নানানভাবে সমস্যার মুখোমুখি হচ্ছেন।সেই কারণে পর্যটক সহায়তা কেন্দ্র তৈরীর সিদ্ধান্ত নেওয়া হয়।১৬ জন স্থানীয় যুবকদের এই কাজে নিযুক্ত করা হবে, তারাই পর্যটকদের সহায়তার হাত বাড়িয়ে দেবেন।
