শিলিগুড়ি, ৪ জুলাইঃ শিলিগুড়িতে পার্কিং ফি নিয়ে বহু জায়গায় অনিয়মের অভিযোগ। কোথাও বাড়তি টাকা নেওয়া হচ্ছে তো কোথাও আবার পার্কিং ফি দেওয়ার পর স্লিপ দেওয়া হচ্ছেনা। এইসব অনিয়ম বন্ধ করতে এবার শিলিগুড়ি পুরনিগমের তরফে ডিজিটাল পেমেন্ট সিস্টেম আনা হচ্ছে। পিওএস মেশিনের মাধ্যমে পার্কিংয়ের স্লিপ দেওয়ার পাশাপাশি টাকা নেওয়া হবে।
মঙ্গলবার শিলিগুড়ি পুরনিগমে এজেন্সিগুলিকে নিয়ে আলোচনায় বসেছিলেন ডেপুটি মেয়র রঞ্জন সরকার ও পার্কিং বিভাগের মেয়র পারিষদ রাজেশ প্রসাদ শাহ।এতোদিন পার্কিং জোনগুলির টেন্ডার পাওয়া এজেন্সিগুলি নিজেরা স্লিপ ছাপিয়ে টাকা নিতো। অনেক সময় অভিযোগ এসেছে বেশি টাকা নেওয়ার। যেকারণে এবার থেকে পুরনিগমের তরফে স্লিপ ছাপিয়ে এজেন্সিগুলিকে দেওয়া হবে। সেখানে বাইক স্কুটির জন্য ৫ টাকা ও গাড়ির জন্য ১০ টাকার দুই রঙের স্লিপ থাকবে। এছাড়াও স্লিপে কখন গাড়ি রাখা হচ্ছে সেই সময় লিখতে হবে।
এদিন ডেপুটি মেয়র জানান, পার্কিং নিয়ে বহু অভিযোগ এসেছে।যেকারণে এজেন্সিগুলিকে নিয়ে আলোচনায় বসে তাঁদের বেশকিছু নির্দেশ দেওয়া হয়েছে।অন্যদিকে খুব শীঘ্রই পিওএস মেশিনের মাধ্যমে পার্কিংয়ের টাকা নেওয়ার প্রক্রিয়াও শুরু হবে।