রাজগঞ্জ, ১ জানুয়ারিঃ পিকনিকের মরশুমে সুখবর, দীর্ঘদিন বন্ধ থাকার পর চালু হল পারমুন্ডা মোড়ের নিম ইকোপার্ক।
ফুলবাড়ি থেকে গজলডোবার যাওয়ার মাঝে রয়েছে পারমুন্ডা মোড়ের নিম ইকোপার্ক।ইংরেজি নতুন বছরের প্রথম দিন থেকেই এই পার্ক চালু করা হল।প্রায় ৫ বছর থেকে পার্কটি বন্ধ ছিল।বনদপ্তরের আমবাড়ি রেঞ্জ অফিস এবং যৌথ বন পরিচালন কমিটির উদ্যোগে ফের চালু করা হল পার্কটি। দেখভালের দায়িত্বে থাকবে যৌথ বন পরিচালন কমিটি।
তবে পার্কটি বনের মধ্যে থাকায় এখানে আগুন জ্বালানো অর্থাৎ রান্না করায় নিষেধাজ্ঞা রয়েছে।বাড়ি থেকে বা বাইরে থেকে রান্না করে আনা খাদ্যদ্রব্য এখানে খাওয়া যাবে।সাউন্ড সিস্টেমও নিয়ম মেনে বাজাতে হবে।
পার্কের প্রাকৃতিক সৌন্দর্য মানুষকে আকৃষ্ট করে।এছাড়াও পাশ দিয়ে বয়ে গিয়েছে নীম নদী।ঝর্নার মতো বয়ে যায় সাব-ক্যানালের জল।সব মিলিয়ে মনোরম পারমুন্ডার এই ইকোপার্ক।