শিলিগুড়ি,২৫ মার্চঃ এবারে প্যারোডি গানের মধ্যে দিয়ে প্রচার শুরু অশোক ভট্টাচার্যের। কিছুদিন আগে টুম্পা সোনা গানে ব্রিগেডের প্রচার চালাচ্ছিল বামপন্থী দল।গানের মধ্যে দিয়ে এই প্রচার ব্যাপক সাড়া ফেলেছিল সেইসময়।এবারে ভোটের প্রচারে অশোক ভট্টাচার্যকে নিয়েই প্যারোডি গান বানিয়ে ফেলল তার দল।
অশোক ভট্টাচার্য জানান, প্রচারের জন্য দলের তরফে একটি সাব-কমিটি করা হয়েছে।তারাই সিদ্ধান্ত নিচ্ছেন বিধানসভা ভোটে কিভাবে প্রচার চলবে।প্যারোডি গানের মধ্যে দিয়ে প্রচারের সিদ্ধান্তও তাদেরই নেওয়া।দেওয়াল লিখন, লিফলেট এর পাশাপাশি সোশ্যল মিডিয়ায় প্রচারের জন্য প্যারোডি গানও মন্দ নয়।সেকারনেই গানের মধ্যে দিয়ে প্রচারের দিকেও এবার ঝোঁক দেওয়া হচ্ছে। এছাড়াও যুবসম্প্রদায়কে সংযুক্ত মোর্চার দিকে আকৃষ্ট করতে সোশ্যাল মিডিয়ার বিভিন্ন সাইটে এই প্যারোডি গান পাঠানো হচ্ছে।
অন্যদিকে এই বিষয়ে শিলিগুড়ি বিধানসভার বিজেপি প্রার্থী শঙ্কর ঘোষ বলেন,‘অমাবস্যায় চাঁদ দেখা সম্ভব, তবে বাম-কংগ্রেস ও আইএসএফ এর সরকার গঠন সম্ভব নয়।বিদায়ের ঘণ্টা বেজে গিয়েছে।এখন কোনও প্যারোডিই এই বিদায়ের ঘণ্টা আটকাতে পারবে না’।