শিলিগুড়ি, ১৮ জুনঃ শহরের বিভিন্ন জায়গায় গজিয়ে উঠেছে বিষাক্ত গাছ পার্থেনিয়াম।বাড়ির আনাচে কানাচে দেখা মেলে গাছগুলির।দ্রুত এই গাছ গুলি নির্মূল করা দরকার এমনটাই জানালেন উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজের ডিন ডঃ সন্দীপ সেনগুপ্ত।
এদিন ডঃ সন্দীপ সেনগুপ্ত বলেন, এই গাছ থেকে সমাজ সম্পুর্নরুপে দূষিত হচ্ছে।বাতাসে অক্সিজেনের মাত্রা কমিয়ে দেয় এই পার্থেনিয়াম গাছ।শুধু তাই নয়,জমি অনুর্বর করে সবুজায়নে বাধার সৃষ্টি করে।এই গাছগুলি থেকে আক্রান্ত হচ্ছে শিশুরা।এই কারণে দ্রুত এই গাছকে নির্মূল করার আবেদন জানান তিনি।