মাথাভাঙ্গা, ২৬ ডিসেম্বরঃ মাথাভাঙ্গায় তৃণমূল কংগ্রেসের ৩টি দলীয় কার্যালয় ভাঙচুর ও বিজেপির লাগামহীন সন্ত্রাসের প্রতিবাদে মাথাভাঙ্গা থানা সংলগ্ন মেলার মাঠে অবস্থান-বিক্ষোভ করল তৃণমূল কংগ্রেস।
তৃণমূলের অভিযোগ, গতকাল বিজেপির মাথাভাঙ্গা থানা ঘেরাও কর্মসূচির নামে তৃণমূলের দলীয় কার্যালয় সহ বেশকিছু বাড়ি, দোকানপাট ও গাড়ি ভাঙ্গচুর করে বিজেপির কর্মী সমর্থকেরা।
এই ঘটনায় দোষীদের গ্রেপ্তার করে ও উপযুক্ত শাস্তির দাবিতে অবস্থান-বিক্ষোভে সামিল হয় তৃণমূল কংগ্রেস।এদিনের বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ, অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তরের মন্ত্রী বিনয় কৃষ্ণ বর্মন, বিধায়ক হীতেন বর্মন, তৃণমূলের জেলা সভাপতি পার্থপ্রতিম রায় সহ তৃণমূল কংগ্রেসের প্রচুর কর্মী সমর্থক।তবে এই ঘটনায় মোট ১৪ জনকে গ্রেপ্তার করেছে মাথাভাঙ্গা থানার পুলিশ এমনটাই জানা গিয়েছে।
উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ বলেন, ‘গতকাল বিজেপির হার্মাদরা যেভাবে শান্ত মাথাভাঙ্গা শহরকে অশান্ত করার জন্য থানায় ডেপুটেশন দেওয়ার নাম করে লাঠি, বল্লম, বোমা, বন্দুক নিয়ে যেভাবে সন্ত্রাস করেছে, তৃণমূলের পার্টি অফিস ভাঙচুর করেছে, মসজিদ ভাঙচুর করেছে, সাধারণ মানুষকে মারধর করেছে, একটা সন্ত্রাস করে তারা মাথাভাঙ্গা বাজার বন্ধ করে দিয়েছে এরফলে ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হয়েছে’।তারই প্রতিবাদে মমতা বন্দ্যোপাধ্যায় এর নির্দেশে আজ মাথাভাঙ্গা মেলার মাঠে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমাদের অবস্থান বিক্ষোভ।