শিলিগুড়ি, ৩ জানুয়ারিঃ এ বলে আমায় দেখ, ও বলে আমায় দেখ। শিলিগুড়ি ১২ নম্বর ওয়ার্ডের তৃণমূল-বিজেপি এর নির্বাচনী কার্যালয় দেখলে তা মনে হতেই পারে।
আর মনে হবেই না বা কেন।দুই দলের নির্বাচনি কার্যালয় একই জমিতে পাশাপাশি করা হয়েছে।কে কার থেকে বেশী সুন্দর নির্বাচন কার্যালয় করতে পারে তা নিয়ে চলছে প্রতিযোগীতা।এদিকে পাশাপাশি কার্যালয় হতেই চুপি চুপি কথা বলতে হচ্ছে দুই দলের নেতা কর্মীদের।কারণ একটু জোরে কথা বললে ভোটের রণকৌশল প্রতিপক্ষ জেনে যেতে পারে।
দুই দলের কাছে পাশাপাশি কার্যালয় প্রেস্টিজ ইস্যু হলেও ওয়ার্ডবাসীর কাছে তা এখন রীতিমতো এক উপভোগ্য বিষয়।দুই দলের তরফে কার্যালয়কে সাজানোর কাজ শুরু হয়েছে।প্রার্থীদের ছবি দেওয়া ব্যানার লাগানো হচ্ছে।প্রধান বিল্ডিংয়ের পাশে একই জমিতে সবুজ ও গেরুয়া শিবিরের দুই কার্যালয় বানানো হয়েছে।তবে এই কার্যালয় নিয়ে তৃণমূলের দাবি, আগাগোড়াই যে কোনো নির্বাচনের আগে সেখানে নির্বাচনী কার্যালয় করা হয়।
অন্যদিকে বিজেপি প্রার্থী নান্টু পাল জানান, জমির মালিকের সঙ্গে কথা বলে আমি এখানে নির্বাচনি কার্যালয় করি।এবার আমাকেও কার্যালয় করতে দেওয়া হচ্ছিল না।