শিলিগুড়ি, ২ সেপ্টেম্বরঃ বকেয়া মহার্ঘভাতা প্রদান সহ মোট ৫দফা দাবিতে শিলিগুড়িতে মিছিল করলো পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারী সমিতি।
শুক্রবার পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারী সমিতির পক্ষ থেকে শিলিগুড়ি কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামের হল ঘরের সামনে একটি সভার আয়োজন করা হয়।এরপর কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামের সামনে থেকে মিছিল বের করা হয়।মিছিলটি শহরের বিভিন্ন এলাকা পরিক্রমা করে মহাত্মাগান্ধী মোড়ে গিয়ে শেষ হয়।
এছাড়াও এদিন শিলিগুড়ি মহকুমাশাসকের দপ্তরে একটি স্মারকলিপিও জমা দেয় পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারী সমিতির প্রতিনিধি দল।