ফাঁসিদেওয়া, ২ জানুয়ারি: পার্সপোট হারিয়ে অবৈধ ভাবে দেশে ফিরতে গিয়ে বিএসএফের হাতে ধরা পড়ল নেপালের এক চিকিৎসক পড়ুয়া।ফাঁসিদেওয়ার ভারত-বাংলাদেশ সীমান্তের মুরিখাওয়ার ঘটনা।
জানা গিয়েছে, গত ৫ বছর ধরে বাংলাদেশে কিশোরগঞ্জ জেলার জাহারুল ইসলাম মেডিকেল কলেজে পড়াশোনা করছে নির্মল রাজ কেসি নামে ওই পড়ুয়া। পাসপোর্ট হারিয়ে যাওয়ায় অবৈধভাবে ভারত হয়ে নেপালে যাওয়ার পরিকল্পনা ছিল তার।কিন্তু ভারতে ঢোকার চেষ্টা করতেই বিএসএফের হাতে ধরা পড়ে নির্মল রাজ কেসি। ধৃত নেপালের জুমলার বাসিন্দা।
ধৃত চিকিৎসক পড়ুয়াকে ফাঁসিদেওয়া থানার হাতে তুলে দিলে বৃহস্পতিবার ধৃতকে শিলিগুড়ি আদালতে তোলা হয়। পুলিশ সূত্রে খবর, ধৃতের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশের অভিযোগ দায়ের করা হয়েছে।