শিলিগুড়ি, ১৪ অক্টোম্বরঃ এবার পাসপোর্টেও জালিয়াতি। ভুয়ো নথিপত্রের ভিত্তিতে পাসপোর্ট বানানোর বিশাল চক্রকে ধরল সিবিআই। সেই ঘটনায় নাম জুড়েছে শিলিগুড়ির।শিলিগুড়িতে বসে ভুয়ো নথিপত্রের ভিত্তিতে পাসপোর্ট বানানোর কাজ শুরু করা হয়েছিল। সিবিআই এর আলাদা আলাদা টিম পশ্চিমবঙ্গ ও সিকিমের মোট ৫০টি জায়গায় অভিযান চালাচ্ছে। শুক্রবার রাত থেকেই চলছে তল্লাশি।
সিবিআই-এর হাতে গ্রেফতার হয়েছেন গ্যাংটকের পাসপোর্ট সেবা কেন্দ্রের সিনিয়র সুপারিন্টেন্ডেন্ট।জানা গিয়েছে, মোটা টাকা পাঠালেই ভুয়ো নথির ভিত্তিতে মিলতো পাসপোর্ট। এই পাসপোর্টের আবেদনকারীদেরও মোটা টাকা এজেন্টদের হাতে দিতো হতো।এরপর তা পৌছে যাচ্ছিল পাসপোর্ট সেবা কেন্দ্রের আধিকারিকের হাতে।
শনিবার সকালে শিলিগুড়ি মহকুমার নকশালবাড়িতে এক ব্যক্তির বাড়িতে হানা দিয়েছে সিবিআই। সকাল থেকেই টানা তল্লাশি চলছে। জানা গিয়েছে বরুণ রাঠোর নামে এক ব্যক্তির বাড়িতে হানা দেয় সিবিআই। এদিকে তল্লাশি চলাকালীন বাড়ির পাশে পরিত্যক্ত জমি ও গাছ থেকে উদ্ধার হয় বেশকিছু নথিপত্র ও সিল।সিবিআই হানা দিতেই এই কাগজ ও নথিপত্রগুলি বাইরে ফেলে দেওয়া হয়েছিল বলেই অনুমান।
সূত্রের খবর, ওই ব্যক্তি বহুদিন ধরেই জাল নথিপত্রের ভিত্তিতে পাসপোর্ট দিতেন লোকজনকে। অনেকেই তাঁর কাছে লক্ষ লক্ষ টাকা দিয়েছেন পাসপোর্ট বানানোর জন্য। এর আগে গ্রাম পঞ্চায়েত অফিসে তিনি অস্থায়ী কর্মীর কাজ করতেন। সেই কাজ চলে যাওয়ার পর পাসপোর্ট জালিয়াতির চক্র সামিল হয়ে পড়েছিল।