শিলিগুড়ি, ১৫ অক্টোম্বরঃ শিলিগুড়িতে পাসপোর্ট জালিয়াতি মামলায় আটক বরুণ সিং রাঠোর।প্রায় ২৮ ঘন্টা জেরার পর নকশালবাড়ি থেকে বের হল সিবিআই আধিকারিকরা।
জানা গিয়েছে, জাল পাসপোর্টের মূল অভিযুক্ত নকশালবাড়িতে বরুণ সিং রাঠোরের বাড়ি থেকে বিপুল পরিমাণ নথিপত্র উদ্ধার করেছে সিবিআই।শনিবার সকাল থেকে তল্লাশি অভিযান শুরু করে সিবিআই।তল্লাশি ও জিজ্ঞাসাবাদ করে গতকাল রাতে আটক করা হয় বরুণ সিং রাঠোরকে।
উল্লেখ্য, সিবিআই এর আলাদা আলাদা টিম পশ্চিমবঙ্গ ও সিকিমের মোট ৫০টি জায়গায় হানা দিয়েছে।সিবিআই-এর হাতে গ্রেফতার হয়েছেন গ্যাংটকের পাসপোর্ট সেবা কেন্দ্রের সিনিয়র সুপারিন্টেন্ডেন্ট।শনিবার সকালে শিলিগুড়ি মহকুমার নকশালবাড়িতে বরুণ সিং রাঠোরের বাড়িতে হানা দেয় সিবিআই।তল্লাশি চলাকালীন বাড়ির পাশে পরিত্যক্ত জমি ও গাছ থেকে উদ্ধার হয় বেশকিছু নথিপত্র ও সিল।