শিলিগুড়ি, ১৭ এপ্রিলঃ বালুরঘাটে আদিবাসী মহিলাদের দন্ডি কাটানোর ঘটনা সহ একাধিক দাবিদাওয়া নিয়ে গোটা রাজ্যে পথ অবরোধে সামিল হয়েছে আদিবাসী সম্প্রদায়ের মানুষেরা।এদিন ফাঁসিদেওয়ার বিধাননগরেও জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভে দেখালো আদিবাসী সেঙ্গেল অভিযানের সদস্যরা।
জানা গিয়েছে, এদিন মিছিল করে জাতীয় সড়ক অবরোধে করেন সংগঠনের সদস্যরা।পথ অবরোধের জেরে রাস্তার দুধারে ব্যাপক যানজটের সৃষ্টি হয়।এরফলে সমস্যায় পড়েন নিত্যযাত্রীরা।এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দার্জিলিং জেলা পুলিশের বিশাল বাহিনী।
পরবর্তীতে প্রশাসনের আশ্বাসে পথ অবরোধ তুলে নেন আন্দোলনকারীরা।তবে এদিন মুখ্যমন্ত্রীর উদ্দ্যেশ্য স্মারকলিপি প্রদান করেন আন্দোলনকারীরা।
