শিলিগুড়িতে পথ অবরোধ প্রতিবন্ধীদের

শিলিগুড়ি, ১২ ফেব্রুয়ারিঃ প্রতিবন্ধী অধিকার আইন ২০১৬ কার্যকরী করার দাবিতে রাজ্যের সমস্ত জেলায় অবস্থান বিক্ষোভ কর্মসূচি গ্রহণ করল পশ্চিমবঙ্গ রাজ্য প্রতিবন্ধী সম্মিলনী সংগঠন।


শুক্রবার শিলিগুড়িতে এসডিও অফিস ঘেরাও এবং হিলকার্ট রোডে পথ অবরোধ করে দার্জিলিং জেলার প্রতিবন্ধী সম্মিলনীর কার্যকর্তারা।পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নামানো হয় বিশাল পুলিশবাহিনী।এই ঘটনায় বেশ কয়েকজনকে আটক করে পুলিশ।

প্রতিবন্ধী সম্মিলনী দার্জিলিং জেলার যুগ্ম সম্পাদক জানান, ২০১৬ সালে  আইনটি পাস হয়।কিন্তু তা এখনও পর্যন্ত কার্যকরী হয়নি।এই দাবিতে অবস্থান বিক্ষোভ এবং আইন অমান্য কর্মসূচি গ্রহণ করা হয়েছে।এরপরেও আমাদের দাবি যদি না মানা হয় তাহলে রাজ্যজুড়ে আরও বৃহৎ আন্দোলনের ডাক দেওয়া হবে।


 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *