রাজগঞ্জ, ২২ নভেম্বরঃ বাড়ি ফেরার পথে রহস্যজনকভাবে পথ দুর্ঘটনায় মৃত্যু এক স্কুল শিক্ষকের। তরতাজা যুবকের মৃত্যুতে শোকের ছায়া রাজগঞ্জের সুভাষপল্লীতে।অস্বাভাবিক মৃত্যুর অভিযোগ তুলেছেন পরিবারের সদস্যরা।
মৃত যুবকের নাম বিকাশ শোনার।রাজগঞ্জের সুভাষপল্লীর বাসিন্দা।প্রাইমারি স্কুলের শিক্ষক ছিলেন তিনি। জানা গিয়েছে, গত মঙ্গলবার সন্ধ্যায় ফাটাপুকুর থেকে রাজগঞ্জে বাড়ি ফেরার সময় যুবক বাইক দুর্ঘটনার শিকার হয়।সেখান থেকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ফুলবাড়ির একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।দুদিন চিকিৎসা হওয়ার পর গতকাল যুবকের মৃত্যু হয়।আপাতদৃষ্টিতে বাইক দুর্ঘটনা মনে হলেও পরিবারের দাবি যুবককে অন্যভাবে মারা হয়েছে।
তাঁদের বক্তব্য, দুর্ঘটনা হলেও বাইকে কোনও অভিঘাতের চিহ্ন নেই।অথচ শরীরে একাধিক জায়গায় আঘাত।মাথা ও পাজর ভাঙ্গা।কেউ পরিকল্পনা করে এই ঘটনা ঘটিয়েছে বলে অভিযোগ করেন মৃতের পরিবারের সদস্যরা।ঘটনাকে কেন্দ্র করে তৈরি হয়েছে রহস্য।
গোটা ঘটনার তদন্তে নেমেছে রাজগঞ্জ থানার পুলিশ।