শিলিগুড়ি, ২৪ আগস্টঃ শিলিগুড়ির মাল্লাগুড়িতে মৈনাক ট্যুরিস্ট লজে পথ নিরাপত্তা নিয়ে বৈঠক করলেন রাজ্যের পরিবহণ মন্ত্রী স্নেহাশীষ চক্রবর্তী।এদিনের বৈঠকে আরটিও, স্কুল ও কলেজের আধিকারিক সহ ট্রাফিক বিভাগের আধিকারিকেরা উপস্থিত ছিলেন।বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির প্রকল্প ‘সেফ ড্রাইভ সেভ লাইফ’ নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করা হয়।
এদিনের বৈঠকে পথ দুর্ঘটনা রুখতে সাবধানে গাড়ি চালানোর বিষয়ে মানুষকে সচেতন করার নির্দেশ দিয়েছেন পরিবহণ মন্ত্রী।পাশাপাশি পথ নিরাপত্তা নিয়ে স্কুল ও কলেজের পড়ুয়াদের সচেতন করতে ট্রেনিং ক্যাম্প ও সেমিনার করা হবে বলে জানিয়েছেন মন্ত্রী।