বাগডোগরা ট্রাফিক গার্ডের তরফে পথ নিরাপত্তা সপ্তাহ পালন

শিলিগুড়ি, ২৭ জানুয়ারিঃ ট্রাফিক সচেতনতা বাড়াতে পথ নিরাপত্তা সপ্তাহ পালিত হচ্ছে গোটা রাজ্যে।সেইমতো সোমবার বাগডোগরা ট্রাফিক গার্ডের পক্ষ থেকে পালিত হল পথ নিরাপত্তা সপ্তাহ।


২৭শে জানুয়ারি থেকে ৩১শে জানুয়ারি পর্যন্ত এই পথ নিরাপত্তা সপ্তাহ পালন হবে।মূলত গাড়ি চালকদের মধ্যে সচেতনতা বাড়াতেই এই কর্মসূচি।এদিন বাগডোগরা বিহার মোড়ে ট্যাবলো সহ স্কুল পড়ুয়াদের নিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা আয়োজিত হয়।শোভাযাত্রাটি বিহার মোড় থেকে শুরু হয়ে পানিঘাটা মোড় হয়ে ফের বিহার মোড় ট্রাফিক পার্কে শেষ হয়।র‍্যালিতে অংশ নেন পুলিশ কমিশনারেটের একাধিক আধিকারিক, বাগডোগরা ট্রাফিক গার্ডের ওসি স্বপন রায়, বাগডোগরা থানার ওসি পার্থপ্রতিম দাস সহ অন্যান্যরা।

এদিন ট্রাফিক পার্কে বক্তব্য রাখেন সিআইএসএফের ডিএসপি এসসিজে প্রধান।উপস্থিত ছিলেন আপার এবং লোয়ার বাগডোগরা প্রধান সঞ্জীব সিনহা, মমতা বর্মন সহ অন্যান্যরা।


শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের এডিসিপি ট্রাফিক অভিষেক মজুমদার জানান, শুধু আইন করলেই দুর্ঘটনা রোধ করা যাবে না।এর জন্য চাই সচেতনতা।আর সেই সচেতনতা যদি, কিশোর বয়সে মাথায় ঢুকিয়ে দেওয়া যায় তাহলে বড় হয়ে সকলের মস্তিষ্কে ট্রাফিক সচেতন হওয়ার বার্তা থেকে যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *