রাজগঞ্জ ৯ আগস্টঃ মহরম উপলক্ষে পথচলতি মানুষকে শরবত বিতরণ ফুলবাড়িতে।
আজ মুসলিম সম্প্রদায়ের মহরম।মহরম উপলক্ষে ফুলবাড়ি ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের চুনাভাটি এলাকায় পথচলতি মানুষকে শরবত বিতরণ করেন চুনাভাটি মালদা বস্তি এলাকার যুবকরা।
এই বিষয়ে সোলেমান আনসারী জানান, মুসলিম ধর্মাবলম্বীদের কাছে এই দিনটি শোকের।লাঠি খেলা থেকে শুরু করে বিভিন্নভাবে দিনটিকে স্মরণ করা হয়।প্রতিবছরের মত এবছরেও পথ চলতি সাধারন মানুষকে ঠান্ডা শরবত বিতরণ করা হল।