জলপাইগুড়ি, ৬ সেপ্টেম্বরঃ সোমবার জলপাইগুড়ি কোতোয়ালি থানার অন্তর্গত ২৯ জন পথবন্ধুকে জেলা পুলিশের উদ্যোগে পরিচয় পত্র ও জ্যাকেট তুলে দেওয়া হল।পাশাপাশি প্রাথমিক চিকিৎসার সরঞ্জামও তুলে দেওয়া হয়।
পথবন্ধুরা জানান, রাস্তায় কোনো দুর্ঘটনা হলে তারা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজে হাত লাগান।তবে পরিচয় পত্র না থাকায় কাজ করতে অসুবিধার মুখে পড়তে হচ্ছিল তাদের।এখন থেকে জ্যাকেট ও পরিচয় পত্র থাকাতে তাদের কাজের সুবিধে হবে।
পুলিস সুত্রে জানা গিয়েছে, জেলার সবকটি ব্লক মিলিয়ে প্রায় ৩০০ জন পথবন্ধু আছেন।এরমধ্যে প্রতিটি থানা এলাকায় গড়ে ৩০ জন করে আছেন বলে জানা গিয়েছে।

