মাদারিহাটে ৩১ নম্বর জাতীয় সড়কে পথ দুর্ঘটনায় গুরুতর জখম ৩

মাদারিহাট, ৬ সেপ্টেম্বরঃ মাদারিহাটে ৩১ নম্বর জাতীয় সড়কে পথ দুর্ঘটনায় গুরুতর জখম ৩ জন।


জানা গিয়েছে, সোমবার বিকেলে একটি বাইকে এক ব্যক্তি ও এক মহিলা হাসিমারার দিকে যাচ্ছিলেন।সেইসময় একটি ছোটো গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।ঘটনায় বাইকে থাকা এক ব্যক্তি ও মহিলা ছিটকে পড়েন।অপরদিকে ছোটো গাড়ির চালকও গুরুতর জখম হন।

ঘটনার পর আহত ৩ জনকে উদ্ধার করে মাদারিহাট হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখান থেকে বীরপাড়া রাজ‍্য সাধারণ হাসপাতালে স্থানান্তর করা হয়।এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌছায় মাদারিহাট থানার পুলিশ।গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।


 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Jojobet Girişcasibomholiganbet girişjojobetcasino siteleriDeneme Bonuslarcasicasibomcasibom 726casibomOnwincasibom girişcasibombaywingrandpashabet girişholiganbetjojobet giriş