আলিপুরদুয়ার, ২৬ সেপ্টেম্বরঃ বাবার মৃতদেহ নিয়ে শিলিগুড়ি থেকে আলিপুরদুয়ারে কামাখ্যাগুড়িতে বাড়ি ফিরছিল ছেলে।তবে মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল ছেলে, স্ত্রী সহ ছেলের আরও এক বন্ধুর।
জানা গিয়েছে, রবিবার রাতে শিলিগুড়ি থেকে অ্যাম্বুলেন্সে বাবার মৃতদেহ নিয়ে পেছনে নিজের গাড়িতে পরিবারের সদস্যদের নিয়ে বাড়িতে ফিরছিলেন উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সূর্যপদ পাল।সোমবার ভোরে কালচিনি ব্লকের ৩১ সি জাতীয় সড়কের পোরো এলাকায় ভয়াবহ পথ দুর্ঘটনার কবলে পড়ে তাদের গাড়ি।উল্টোদিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।ঘটনায় গুরুতর জখম হন গাড়িতে থাকা সকলে।ঘটনার পর আহতদের উদ্ধার করে আলিপুরদুয়ার হাসপাতালে নিয়ে যায় কালচিনি পুলিশ ও হাসিমারা দমকল কর্মীরা।সেখানে মৃত্যু হয় অধ্যাপক সূর্যপদ পাল সহ তার মা মিনতি পাল ও অধ্যাপকের বন্ধু দেবাশীষ সাহার।অন্যদিকে গুরুতর জখম অবস্থায় কোচবিহারে একটি নাসিংহোমে চিকিৎসাধীন অধ্যাপকের স্ত্রী পূর্ণিমা বালা পাল ও তার ৫ বছরের শিশুকন্যা।
ঘাতক ট্রাকটিকে আটক করে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।গোটা ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায়।
খুবই দুঃখের বিষয়
খুবই দুঃখের ঘটনা
Rip
কি ভয়ংকর রে বাবা ।কি সাংঘাতিক ঘটনা ?
খুবই শোকাহত আমি l দেবাশীষ দাদা এভাবে চলে যাওয়ায় আমরা কেউ মেনে নিতে পারছি না l