শিলিগুড়ি, ২ এপ্রিলঃ শনিবার শিলিগুড়ির ১১ নম্বর ওয়ার্ডের ক্ষুদিরামপল্লী এলাকায় এক পথ কুকুরকে পিটিয়ে মেরে ফেলার অভিযোগ ওঠে।এই ঘটনার পর থেকেই ক্ষোভ প্রকাশ করছে শিলিগুড়ির বিভিন্ন পশুপ্রেমী সংগঠন।ঘটনায় ইতিমধ্যেই ৩ জনকে আটক করেছে পানিট্যাঙ্কি ফাঁড়ির পুলিশ।
রবিবার শিলিগুড়ির হাসমি চকে মৌন প্রতিবাদে সামিল হল শহরের বিভিন্ন পশুপ্রেমী সংগঠন।মোমবাতি জ্বালিয়ে ঘটনার প্রতিবাদ জানান সংগঠনের সদস্যরা।
এই ঘটনায় অভিযুক্তকে কড়া শাস্তির দাবী জানিয়েছেন সংগঠনের সদস্যরা।