রাজগঞ্জ, ১৭ মেঃ মানবিক রাজগঞ্জের মানব দাস।দীর্ঘদিন থেকে পথ কুকুরদের খাবার খাইয়ে আসছেন তিনি।তাঁর এই উদ্যোগে সাহায্যের হাত বাড়িয়েছেন অনেকেই।
পথ চলতি মানুষের মুখের দিকে তাকিয়ে থাকে অবলা প্রাণীগুলি।কেউ খাবার দিলে খায়, নাহলে রাস্তার একপ্রান্তে গুটিসুটি মেরে পড়ে থাকে।তবে রাজগঞ্জ বাজারের ক্ষেত্রে ধরা পড়লো এক অন্য ছবি।এলাকার পথ কুকুরগুলির জন্য প্রতিনিয়ত খাবারের ব্যবস্থা করছেন রাজগঞ্জের মানব দাস।দীর্ঘদিন ধরেই মানব বাবু এই মানবিক উদ্যোগ চালিয়ে যাচ্ছেন।
রাজগঞ্জ পোস্টঅফিস মোড়ের বাসিন্দা মানব দাস।দীর্ঘ বেশকয়েক বছর ধরেই প্রত্যেকদিন রাতে রাস্তার কুকুরগুলিকে খাওয়ান তিনি।তাঁর এমন উদ্যোগ দেখে এগিয়ে আসেন রাজগঞ্জের কয়েকজন ব্যবসায়ী এবং এলাকার যুবকেরা।প্রতিরাতেই মাংস ভাত খাওয়ানোর ব্যবস্থা করেন তারা।
এই বিষয়ে মানব দাস বলেন, দীর্ঘ প্রায় ৮ বছর ধরে রাস্তার পথ কুকুরদের খাবার খাইয়ে আসছি। কারন এই পথ কুকুরগুলি মানুষের দয়াতেই বেঁচে থাকে।তাই তাদের কথা ভেবে এই উদ্যোগ নেওয়া হয়েছে। খুব ভালো লাগে তাদের খাওয়াতে পেরে। প্রথমে একা শুরু করলেও এখন রাজগঞ্জের অনেকেই এগিয়ে এসেছন বলে জানান তিনি।