শিলিগুড়ি, ২৮ জুলাইঃ স্বেচ্ছাসেবী সংগঠন নির্বাক আরণ্যকের পক্ষ থেকে পথ কুকুরদের নির্বীজকরণ শিবিরের আয়োজন করা হল।প্রায় ১০০টি পথ কুকুরকে নির্বীজকরণ করার উদ্যোগ নিয়েছে সংগঠনটি।
জানা গিয়েছে, শিলিগুড়ির ইস্টার্ন বাইপাস সংলগ্ন বানেশ্বর মোড়ের কাছে তিন দিবসীয় এই শিবিরের আয়োজন করা হয়েছে।আগামীকাল শিবিরের শেষ দিন।নির্বীজকরণ করার পর পথকুকুরগুলিকে ফের তাদের নির্দিষ্ট জায়গায় ফিরিয়ে দেওয়া হবে।আজ এই শিবির পরিদর্শনে যান পুরনিগমের মেয়র গৌতম দেব।
এদিন মেয়র গৌতম দেব জানান, নির্বাক আরণ্যকের পক্ষ থেকে এই ক্যাম্প চলছে।খুবই ভালো উদ্যোগ। শিলিগুড়িতে পথ কুকুরের সংখ্যা বেড়ে চলেছে।এই শিবিরের মাধ্যমে পথ কুকুরগুলিকে নির্বীজকরণ করা হচ্ছে যাতে তাদের সংখ্যা নিয়ন্ত্রণে থাকে।