নকশালবাড়ি, ৪ ফেব্রুয়ারিঃ পথ কুকুরকে ধারলো অস্ত্রের কোপ।যার জেরে চোখ উঠে গেল পথ কুকুরের।নকশালবাড়ির কুমারসিং জোতের ঘটনা।
জানা গিয়েছে, সোমবার এলাকার একটি পথ কুকুর মঞ্জয় সিং নামে এক ব্যক্তির মুরগি নিয়ে চলে যায়।এর জেরেই কুকুরটিকে মারধর করে এবং ধারালো অস্ত্রের কোপে জখম হয় পথ কুকুরটি।রক্তাক্ত অবস্থায় কুকুরটিকে দেখতে পান স্থানীয়রা।এই বিষয়ে মঞ্জয় সিং জিজ্ঞাসাবাদ করা হলে তিনি স্বীকার করেন যে পথ কুকুরটিকে মারধর করেছেন।
গোটা ঘটনায় নকশালবাড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন স্থানীয়রা।স্থানীয় বাসিন্দারা জানান, একটি পথ কুকুরকে মারধর ঠিক হয়নি।দোষীর শাস্তির দাবি করেন স্থানীয়রা।
অভিযুক্ত ব্যক্তি জানান, কুকুরটি মুরগি নিয়ে গিয়েছিল।এরপর ঢিল মেরেছিলাম।তবে ধারলো কিছুতে লেগে কুকুরটি চোখে আঘাত পায়।
ঘটনার তদন্তে পুলিশ।