রাজগঞ্জ, ১৩ নভেম্বরঃ রাজগঞ্জ থানা ও জলপাইগুড়ি জেলা পুলিশের উদ্যোগে পথ নিরাপত্তা সপ্তাহ পালন করা হল।
শুক্রবার রাজগঞ্জ ব্লকের বেলাকোবা বটতলায় সেফ ড্রাইভ সেভ লাইফ এর মাধ্যমে এই নিরাপত্তা সপ্তাহ পালন করা হয়।এদিন পুলিশের উদ্যোগে বাইক চালকদের ট্রাফিক নিয়মের বিষয়ে সচেতন করা হয়। এছাড়াও হেলমেটহীন বাইক আরোহীদের হেলমেট ও গোলাপ দেওয়া হয়।এর পাশাপাশি সাইকেলে দুর্ঘটনা কমাতে সাইকেলগুলিতে রিফ্লেক্টর লাগানো হয় এবং পথচারিদের মধ্যে মাস্ক বিতরণ করা হয় ।
এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায়, রাজগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি পূর্ণিমা রায়,জলপাইগুড়ি জেলার পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব,অতিরিক্ত পুলিশ সুপার সন্দীপ মন্ডল, ডিএসপি ট্রাফিক মলয় কুমার দাস, ডিএসপি হেডকোয়ার্টার প্রদীপ কুমার সরকার, সিআই সদর দিপোজ্জ্বল ভৌমিক ও সুব্রত সাহা সহ অন্যান্যরা।