শিলিগুড়ি, ২৯ জানুয়ারিঃ শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের তরফে ৩২ তম ‘পথ নিরাপত্তা সপ্তাহ’ কর্মসূচির সূচনা করা হল।এদিন ভক্তিনগর থানার সহযোগিতায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।এদিনের কর্মসূচির মধ্য দিয়ে ট্রাফিক নিয়ম নিয়ে সাধারণ মানুষকে সচেতন করা হয়।
এছাড়াও একটি নিঃশুল্ক স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়।মাড়োয়ারি যুব মঞ্চের সহযোগিতায় প্রায় ৬ জন প্রতিবন্ধীকে ট্রাই সাইকেল প্রদান করা হয়েছে।এদিন ভক্তিনগর ট্রাফিক গার্ডে একটি ট্রেনিং সেন্টারের উদ্বোধন করেন পুলিশ কমিশনার এবং এডিসিপি।এই কর্মসূচির শেষে ভক্তিনগর ট্রাফিক গার্ডের তরফে একটি বাইক এবং সাইকেল র্যালি বের করা হয়।
কমিশনার ডিপি সিং বলেন, একটা সময়ে পথ দুর্ঘটনার সংখ্যা বেড়েই চলছিল।পথ দুর্ঘটনা রুখতে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ‘সেফ ড্রাইভ এবং সেভ লাইফ’ কর্মসূচি শুরু করা হয়।এরফলে দুর্ঘটনার সংখ্যা কিছুটা হলেও কমেছে।তিনি আরও বলেন, পথ দুর্ঘটনা কম করা শুধুমাত্র পুলিশের দায়িত্ব নয়, এই দায়িত্ব সাধারণ মানুষেরও।তিনি ট্রাফিক বিভাগের সঙ্গে সাধারণ মানুষকে সহযোগিতা করার কথাও বলেন।
এদিনের কর্মসূচিতে জয়েন্ট সিপি সব্যসাচী রমণ মিশ্রা, হেড কোয়ার্টার ডিসিপি জয় টুডু, ওয়েস্ট জোন ডিসিপি কুনওয়ার ভূষণ সিং এবং ট্রাফিক এডিসিপি পূর্ণিমা শেরপা উপস্থিত ছিলেন।