এনআরসি এবং সিএএ এর বিরোধিতায় পথসভার আয়োজন

শিলিগুড়ি, ১৮ জানুয়ারিঃ এনআরসি এবং সিএএ এর বিরোধিতায় মাটিগাড়া ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে শনিবার উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ সংলগ্ন বাস স্ট্যান্ডের সামনে একটি পথসভার আয়োজন করা হল।


জানা গিয়েছে, এদিনের পথসভায় মাটিগাড়া ১ নম্বর গ্রাম পঞ্চায়েত প্রধান হরেন্দ্র নাথ বর্মন,  আঠারোখাই গ্রাম পঞ্চায়েতের নেতা দুর্লভ চক্রবর্তী সহ অন্যান্য তৃণমূলের নেতা ও নেতৃত্বরা উপস্থিত ছিলেন।

 


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Jojobet Girişcasibomholiganbet girişjojobetcasino siteleriDeneme Bonuslarcasibom girişcasibomcasicasibomcasibom 726Bonus veren sitelerCasibom 2024 - 2025Canlı BahisBedava deneme bonusucasibom güncel girişcasibomcasibomcasibom