অবৈধভাবে পাথর বোঝাই দুটি ট্রাক আটক করলো পুলিশ, গ্রেফতার ৭

নকশালবাড়ি, ১৮ জানুয়ারিঃ অবৈধভাবে পাথর বোঝাই দুটি ট্রাক সহ ৭ জনকে গ্রেফতার করল নকশালবাড়ি থানার পুলিশ।


মঙ্গলবার নকশালবাড়ির রকমজোত এলাকায় অভিযান চালিয়ে গাড়ি দুটিকে আটক করে নকশালবাড়ি থানায় আনা হয়।পাথরের কোনো বৈধ কাগজ দেখাতে না পারায় গ্রেফতার করা হয় ৭ জনকে।

পুলিশ সূত্রে খবর, পাথর বোঝাই গাড়িটি বিহারের উদ্দেশ্যে যাচ্ছিল।ধৃতদের আজ শিলিগুড়ি আদালতে পাঠানো হয়েছে।গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।


 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Jojobet Girişcasibomholiganbet girişjojobetcasino siteleriDeneme Bonuslarcasicasibomcasibom 726casibomcasibomOnwincasibom girişcasibombaywingrandpashabet girişmeritking