নকশালবাড়িতে নদী থেকে পাথর পাচারের অভিযোগে গ্রেফতার ৪ জন

নকশালবাড়ি, ৯ এপ্রিলঃ সরকারি নির্দেশ অমান্য করে নদী থেকে পাথর পাচারের অভিযোগে গ্রেফতার ৪ জন।বাজেয়াপ্ত করা হয়েছে পাথরবোঝাই ট্রাক।


পুলিশ সূত্রে জানা গিয়েছে, নকশালবাড়ির বেলগাছি এলাকার চেঙ্গা নদী থেকে অবৈধভাবে পাথর তুলে পাচারের সময় পাথরবোঝাই ট্রাক আটক করে পুলিশ।ঘটনায় গ্রেফতার করা ৪ জনকে।ধৃতদের নাম রাজেশ হেমব্রম, শৈলা হাঁসদা, চুন্নু সোরেন এবং বচন মূর্মূ।ধৃতরা খড়িবাড়ির বাসিন্দা।

ধৃতদের আজ শিলিগুড়ি মহকুমা আদালতে পাঠানো হয়েছে।গোটা ঘটনায় তদন্তে পুলিশ।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *