শিলিগুড়ি, ৩ এপ্রিলঃ ডাবগ্রাম ফুলবাড়ি বিধানসভার অন্তর্গত দক্ষিণ শান্তিনগর এলাকায় ‘পথশ্রী প্রকল্পের’ রাস্তার কাজ শুরু হওয়ার আগেই আটকে দিল স্থানীয় বাসিন্দারা।
জানা গিয়েছে, সোমবার সকালে এলাকার রাস্তার কাজে নামানো হয় জেসিবি।খনন কাজ শুরু হতেই স্থানীয়রা ভিড় জমান।১০ ফিটের কংক্রিটের রাস্তা নির্মাণ হবে তা জানতে পেরেই ক্ষোভ প্রকাশ করেন বাসিন্দারা।স্থানীয়দের অভিযোগ,বর্ষার সময় গোটা এলাকা জলমগ্ন হয়ে পড়ে।জল নিকাশি ব্যবস্থা না থাকায় প্রতিনিয়ত সমস্যায় পড়তে হয়।তাদের দাবী, ২০ ফিটের রাস্তার দুপাশে ড্রেনের ব্যবস্থা করেই পিচের রাস্তা নির্মাণ করতে হবে।স্থানীয়দের ক্ষোভের মুখে পড়ে সেখান থেকে চম্পট দেন কর্মরত ঠিকাদার।
এদিকে এই রাস্তা নির্মাণ কাজের তদন্ত করতেই বেরিয়ে আসে সরকারি খাতায় কাচা রাস্তা রিপিয়ার করার অনুমোদন রয়েছে।এই নিয়ে সুর চড়ান ডাবগ্রাম ২ অঞ্চলের বিরোধী দলনেতা রঞ্জিত রায়।তিনি বলেন,ভোটের প্রচারের জন্যই এই রাস্তা নির্মাণ করছে।তবে কাচা রাস্তা রিপিয়ার কিভাবে সেনশন হয়।১০ ফিটের রাস্তা হলে কিছুদিন পরেই ভেঙে যাবে।ভোটের জন্য এই রাস্তার কাজ করা হচ্ছে বলে জানান তিনি।
এই বিষয়টি নিয়ে স্থানীয় পঞ্চায়ত সদস্যা দীপ্তি দাসের কাছে জানতে চাওয়া হলে তিনি কোনোরকম মন্তব্য করেননি।