রাজবংশী ভাষায় প্রাথমিক স্তরে পাঠ্যক্রম চালুর উদ্যোগ রাজ্য সরকারের

শিলিগুড়ি,৬ জানুয়ারিঃ রাজবংশী ভাষায় প্রাথমিক স্তরে পাঠ্যক্রম চালুর উদ্যোগ রাজ্য সরকারের।দীর্ঘদিন ধরেই এই দাবি তুলে আসছিলেন রাজবংশী সম্প্রদায়ের মানুষেরা এবং সংগঠনগুলি।অবশেষে তাদের এই দাবি মেনে রাজবংশী ভাষায় প্রাথমিক স্তরে পাঠ্যক্রম চালুর উদ্যোগ নিতে চলেছে রাজ্য সরকার।


এদিন একটি সাংবাদিক বৈঠকে পর্যটনমন্ত্রী গৌতম দেব জানান, উত্তরবঙ্গে রাজবংশী ভাষায় পঠনপাঠনের জন্য ২০০ স্কুলকে প্রাথমিক স্তরে চিহ্নিত করা হচ্ছে।এছাড়াও কামতাপুরি ভাষায় শিক্ষার জন্য প্রাথমিক স্তরে সিলেবাস তৈরির কাজ চলছে।সিলেবাস তৈরি হয়ে গেলেই যেখানে-যেখানে কামতাপুরি ভাষায় পাঠ্যক্রম চালুর দাবি রয়েছে সেখানে প্রাথমিক স্তরে কামতাপুরি ভাষায় পাঠ্যক্রম চালু করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার।


One thought on “রাজবংশী ভাষায় প্রাথমিক স্তরে পাঠ্যক্রম চালুর উদ্যোগ রাজ্য সরকারের

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *