লকডাউন ভঙ্গকারীদের ধরতে গিয়ে তলোয়ারের কোপে হাত কাটা গেল পুলিশ অফিসারের।রবিবার সকালে এই ঘটনাটি ঘটেছে পঞ্জাবের পাতিয়ালায় সব্জি মন্ডিতে।ঘটনায় আহত হয়েছেন আরও দুই পুলিশ কর্মী।ইতিমধ্যেই ঘটনায় গ্রেফতার করা হয়েছে সাতজনকে।এদিকে এ দিনের ঘটনায় শিউরে উঠেছে গোটা দেশ।
পুলিশের অভিযোগ, এদিন সকালে পাতিয়ালার ওই সব্জি বাজারে একদল লকডাউন ভেঙে বহাল তবিয়তে ঘুরে বেড়াচ্ছিল।তাদেরকে ধরতে গেলেই অ্যাসিস্টান্ট সাব ইনস্পেক্টর অফ পুলিশ হরজিত সিংয়ের হাত কেটে নেওয়া হয় বলে অভিযোগ।ঘটনায় যখন হন আরও দুই পুলিশ কর্মী।তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পঞ্জাব পুলিশের ডিজিপি দিনকর গুপ্ত টুইটে লিখেছেন, এটি অত্যন্ত্য দুর্ভাগ্যজনক ঘটনা।ASI হরজিত সিং যার হাত কেটে নেওয়া হয়েছে তাঁকে চণ্ডীগড় PGI-তে ভর্তি করা হয়েছে।
প্রসঙ্গত, গত শুক্রবরাই পঞ্জাব লকডাউন বাড়িয়ে ১ মে অবধি করে দেয়। পঞ্জাবের মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং বলেন, “নতুন যে পজিটিভ কেসগুলি ধরা পড়ছে তার মধ্যে বেশির ভাগই গৌণ সংক্রমণ। আর এর থেকেই মনে হচ্ছে আমরা ধীরে ধীরে গোষ্ঠী সংক্রমণের দিকে এগোচ্ছি।”
(ছবি সৌজন্যে টুইটার)