নকশালবাড়িতে চা শ্রমিকদের পাট্টা বিলি নিয়ে বৈঠক ও একাধিক কর্মসূচি

নকশালবাড়ি, ৪ আগস্টঃ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশে চা বাগানের শ্রমিকদের পাট্টা দিতে হবে এই বিজ্ঞপ্তি পেয়েই শুক্রবার নকশালবাড়ি বিডিও অফিসে শিলিগুড়ি মহকুমা পরিষদের সমস্ত সদস্যদেরকে নিয়ে বৈঠক করলেন দার্জিলিং জেলার জেলাশাসক এস পন্নমবলম ও শিলিগুড়ি মহকুমা পরিষদের সভাধিপতি অরুণ ঘোষ


জানা গিয়েছে, আগামী সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহ থেকেই এই পাট্টা বিলি করা হবে।এর জন্য নাম নথীভুক্ত করা হবে।এর পাশাপাশি এদিন নকশালবাড়ি পঞ্চায়েত সমিতির দপ্তরে ১১লক্ষ টাকা ব্যয়ে নকশালবাড়ি পঞ্চায়েত সমিতির ভবনের সোলার লাইট প্যানেলের উদ্বোধন করেন জেলাশাসক ও সভাধিপতি।

পাশাপাশি আজ থেকে শিলিগুড়ি মহকুমায় ডেঙ্গি প্রতিরোধে গাপ্পি মাছ ছাড়া শুরু হয়েছে। এদিন দয়ারাম জোতে জলাশয়গুলিতে গাপ্পি মাছ ছাড়া হয়।উপস্থিত ছিলেন জেলাশাসক ও অন্যান্য আধিকারিকরা।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

jojobetCasibom GirişJojobet GirişcasibomMeritking Girişholiganbet girişcasibom girişdeneme bonusubaywin girişmatadorbet girişcasibomgrandpashabet giriş