রাজগঞ্জ, ২০ সেপ্টেম্বরঃ ভোরের আলোতে স্টিলের ব্রিজ তৈরি করার জন্য উচ্ছেদ হওয়া ১৪ টি পরিবারকে পুনর্বাসনের জন্য পাট্টা দিল রাজ্য সরকার।রবিবার গজলডোবার হাওয়া মহলে আনুষ্ঠানিকভাবে পরিবারগুলির হাতে পাট্টা তুলে দেন পর্যটন মন্ত্রী গৌতম দেব।
উল্লেখ্য, গজলডোবায় পর্যটন কেন্দ্র ‘ভোরের আলোতে ‘স্টিলের সেতু তৈরি করা হচ্ছে। ‘ভোরের আলোর’ পাশ দিয়ে বয়ে চলা তিস্তা ক্যানেলের উপরে ওই সেতু তৈরি হচ্ছে। সেতুটি তৈরি করতে বরাদ্দ হয়েছে প্রায় ৮০ কোটি টাকা।সেতু তৈরি করতে ১৪ টি পরিবারের জমি ক্ষতিগ্রস্ত হয়।এদিন পরিবারগুলিকে পাট্টা দেওয়া হয়।সেই সকল পরিবার গুলিকে সরকারের পক্ষ থেকে বাড়ি করার জমি এবং নগদ অর্থ দেওয়া হয়েছে।
তবে সরকারের প্রতিশ্রুতি মত এখনও অনেক পাওনা বাকি আছে বলে ক্ষতিগ্রস্ত পরিবারগুলি জানিয়েছেন।এদিনের পাট্টা বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায়, পঞ্চায়েত সমিতির সভাপতি পূর্ণিমা রায়, বিডিও এন সি শেরপা, বিএলএলআরও রূপক চন্দ্র ভাওয়াল প্রমুখ