শিলিগুড়ি, ১৪ ফেব্রুয়ারিঃ শিলিগুড়িতে আসন্ন পুরনিগম ভোটের আগে বাসিন্দাদের পাট্টা দেওয়া হবে বলে অপপ্রচার চালাচ্ছে তৃণমূল কংগ্রস।এমনি অভিযোগ করলেন মেয়র অশোক ভট্টাচার্য।শুধু তাই নয়,পাট্টার দেওয়ার আগে অর্থ নিয়ে ফর্ম ফিলাপ করানো হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।
শুক্রবার একটি সাংবাদিক বৈঠক করে তিনি জানান, ভোটের আগে তৃণমূল কংগ্রেসের একাংশ এই কাজ করছে।গরীব মানুষের সঙ্গে প্রতারনা করছে।তিনি বলেন, যেখানে পাট্টা বিলি কমিটির চেয়ারম্যান খোদ মেয়র সেখানে মেয়রের অজান্তেই এমন অনৈতিক কাজ করে চলছে তারা।এই বিষয়ে প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেন তিনি।
অন্যদিকে, মেয়রের অভিযোগকে ভিতিহীন বলে দাবি করেন বিরোধিদল নেতা রঞ্জন সরকার।তিনি জানান, রাজ্যর মুখ্যমন্ত্রী মমতা বন্ধোপাধ্যায় চান রাজ্যের সমস্থ গরীব মানুষ জমির পাট্টা পাক।সেই কারনে এই ধরনের পাট্টা দেওয়ার প্রক্রিয়া শুরু করা হয়েছে।