শিলিগুড়ি, ২৩ ফেব্রুয়ারিঃ দীর্ঘদিনের দাবি মেনে ফুলবাড়ি ২ নং অঞ্চলে পূর্ব ধনতলায় শ্রী শ্রী গুরু আশ্রম কমিটির হাতে ৪৮ কাঠা জমির পাট্টা তুলে দিলেন মন্ত্রী গৌতম দেব।
জানা গিয়েছে, গুরু আশ্রমের জমিটির পাট্টা না থাকার দরুন আশ্রম কমিটিকে নানারকম অসুবিধার সম্মুখীন হতে হচ্ছিল।পাট্টার দাবীতে অনেকদিন ধরে রাজ্য সরকারকে অনুরোধ জানিয়ে আসছিলেন তারা।তাদের অনুরোধ মেনে রবিবার একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে পর্যটনমন্ত্রী গৌতম দেব রাজ্য সরকারের তরফে সেই জমির পাট্টা তুলে দেন।
মন্ত্রী গৌতম দেব বলেন, মন্দির উন্নয়নে কাজ করতে হবে।সঠিক মত এখানে কমিটি গঠন করলে একাধিক সুযোগ-সুবিধা পাওয়ার জায়গা রয়েছে।তবে সবার আগে জোর দিতে হবে নিজেদেরকেই।