শিলিগুড়ি, ৩১ জানুয়ারিঃ ফুলবাড়ির সভা থেকে পুরনিগমের বস্তি এলাকার বাসিন্দাদের পাট্টা প্রদান করার কথা ঘোষণা করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী।মুখ্যমন্ত্রীর এই নির্দেশের পরই পুরনিগমের অন্তর্গত বস্তি এলাকায় বসবাসকারীদের পাট্টা প্রদান প্রক্রিয়া শুরু করলো শিলিগুড়ি পুরনিগম।
বুধবার শিলিগুড়ি পিডব্লিউডি ইন্সপেকশন বাংলোতে দার্জিলিং এর জেলাশাসক প্রীতি গোয়েলের সঙ্গে বৈঠক সারলেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব।
এদিন বৈঠক শেষে শিলিগুড়ি মেয়র গৌতম দেব বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে সকলকে পাট্টা প্রদান করা হবে।প্রায় ১০ হাজার মানুষকে পাট্টা প্রক্রিয়ার মধ্য আনা যাবে।তবে যারা রেলের জমিতে বসবাস করছে রেল যদি সেই জমি রাজ্য সরকারকে দেয় তাহলে তাদেরকেও পাট্টা প্রদান করা সম্ভব হবে বলে জানান তিনি।