শিলিগুড়ি, ১৫ ডিসেম্বরঃ কোভিড পরিস্থিতিতে পর্যটনশিল্পে সবচেয়ে বেশি প্রভাব পড়েছে পরিবহনকারীদের ওপর।গাড়ির ড্রাইভার এবং মালিক যারা রয়েছেন তাদের কাছে গাড়ির ট্যাক্স, ইএমআই এর এক বিশাল চাপ রয়েছে।
লকডাউন,কোভিড পরিস্থিতিতে পর্যটকদের আসা একরকম বন্ধই ছিল বলা চলে।এরফলে পরিবহনকারীরা আর্থিক সমস্যায় ভুগছেন।এই পরিস্থিতিতে গাড়ির ইএমআই, ট্যাক্স যেন তাদের ওপর বাড়তি চাপ।এছাড়াও যেভাবে পেট্রোল, ডিজেলের দাম বাড়ছে তাতে গাড়ির ভাড়াও বাড়ানো হোক এইসমস্ত সমস্যার সমাধান করতেই বেশকিছু দাবি রয়েছে পর্যটনের সঙ্গে যুক্ত পরিবহন সংস্থাগুলির।
বর্তমানে মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গে থাকায় তারা চেষ্টা চালাচ্ছেন মুখ্যমন্ত্রীর সাথে এই বিষয়গুলি নিয়ে আলোচনায় বসার।এছাড়াও তাদের বিভিন্ন দাবি নিয়ে বুধবার দার্জিলিং মোড়ে একটি শান্তিপূর্ণ কর্মসূচী রয়েছে তাদের।আগামীকাল তাদের দাবি সম্মিলিত বিভিন্ন প্ল্যাকার্ড হাতে নিয়ে দার্জিলিং মোড়ে শান্তিপূর্ণ ভাবে দাঁড়িয়ে থাকবেন তারা।যাতে মুখ্যমন্ত্রীর কাছে শীঘ্রই এই বার্তাগুলি পৌঁছোয় এবং তাদের সমস্যার একটা সমাধান হয়।