শিলিগুড়ি, ৮ অক্টোবরঃ পেন্সিল বানানোর কোম্পানির নামে শিলিগুড়ি শহর এবং পার্শ্ববর্তী এলাকার মানুষদের থেকে প্রায় দেড় কোটি টাকা প্রতারণার অভিযোগ।অভিযোগের ভিত্তিতে প্রায় ২ মাস পর সেই কোম্পানির ৩ কর্মীকে গ্রেফতার করে পুলিশ।তবে অধরা ছিল মূল অভিযুক্ত।
অবশেষে তদন্তে নেমে মূল অভিযুক্ত হেমন্ত শর্মাকে গ্রেফতার করল পুলিশ।রাজস্থানের জয়পুর থেকে অভিযুক্তকে গ্রেফতার করা হয়।জয়পুরে অভিযুক্তকে আদালতে পেশ করে সাতদিনের ট্রানজিট রিমান্ডে নিয়ে গতকাল শিলিগুড়িতে পৌছায় পুলিশ।এরপর ধৃতকে আজ শিলিগুড়ি আদালতে পেশ করা হয়।
উল্লেখ্য, বেশকিছুদিন আগে হিন্দুস্থান উদ্যোগ কর্পোরেশন লিমিটেড নামে একটি কোম্পানি বাড়িতে বসে মানুষদের রোজগার সুযোগ করে দেয়।এর জন্য ৮০ হাজার টাকা করে মেশিন কেনার কথা বলে।প্রচুর মানুষ মেশিন কেনেনও।তবে প্রায় ২ মাস কাজ ঠিকঠাক চলার পর হঠাৎই কোম্পানি উধাও হয়ে যায়।প্রচুর মানুষ প্রতারণার শিকার হন।ঘটনার পর পানিট্যাঙ্কি ফাঁড়িতে বিক্ষোভ দেখান প্রতারিতরা।এরপর সেই কোম্পানির নামে প্রতারণার অভিযোগ দায়ের করা হয়।সেই অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে ৩ জনকে গ্রেফতার করে পুলিশ।গ্রেফতার ৩ জনের মধ্যে একজন মহিলা।ধৃতদের নাম তাপস কর্মকার(২৪), ভাস্কর রায়(২৫) এবং ময়ূরী ঘোষ(২৬)।মূল অভিযুক্তের খোঁজ চালাচ্ছিল পুলিশ।তদন্তে নেমে জয়পুর থেকে অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ।