শিলিগুড়ি, ১ নভেম্বরঃ পোস্ট অফিসে পোস্টমাস্টারের আইডি না থাকায় পেনশন পাচ্ছেন না অবসরপ্রাপ্ত সরকারী কর্মীরা।শিলিগুড়ির রবীন্দ্রনগর পোস্ট অফিসের ঘটনা। পেনশন না পেয়ে ক্ষোভ প্রকাশ করলেন গ্রাহকেরা।
অভিযোগ, গত দুমাস ধরে পেনশন পেতে সমস্যায় পড়তে হচ্ছে গ্রাহকদের।বারবার পোস্ট অফিসে এসে ঘুরে যেতে হচ্ছে তাদের।আইডি সমস্যা, কর্মীর অভাব সহ লিঙ্ক না থাকার কথা বলে তাদের ঘুরিয়ে দেওয়া হচ্ছে বলে অভিযোগ।অনেকেই রয়েছেন যারা পেনশনের ওপরই নির্ভরশীল।যেকারনে তাদের বেশি সমস্যায় পড়তে হচ্ছে।
এই বিষয়ে ভারপ্রাপ্ত ডাক আধিকারিক দেবাশীষ বর্মণ জানান, সঠিক আইডি না থাকার কারণে এই সমস্যা হচ্ছে।তবে উপর মহলে বিষয়টি জানানো হয়েছে।প্রধান সমস্যা হল পোস্টমাস্টার নেই।আমি এখানে ভারপ্রাপ্ত হিসেবে কাজ করছি।আমার আইডি’র সমস্যা রয়েছে।এছাড়াও কর্মীর অভাব রয়েছে।তবে শীঘ্রই সমস্যার সমাধান হবে বলে আশ্বাস দেন তিনি।