জলপাইগুড়ি, ৮ ফেব্রুয়ারিঃ প্রতিনিয়ত নিত্য প্রয়োজনীয় জিনিস ও পেট্রোল-ডিজেলের মূল্যবৃদ্ধির ফলে বিপাকে সাধারণ মানুষ।এর প্রতিবাদে কেন্দ্র সরকারকে ধিক্কার জানিয়ে পথে নামল জলপাইগুড়ি তৃণমূল ছাত্র পরিষদ।
জানা গিয়েছে, এদিন সাইকেল নিয়ে শহরজুড়ে র্যালি করে শহরের ডিবিসি রোড়ের একটি পেট্রোল পাম্পের সামনে হাজির হন নেতা কর্মীরা।এরপর পেট্রোল পাম্পের সামনে বেশকিছুক্ষণ বিক্ষোভ দেখান তারা।
বিক্ষোভকারীরা বলেন, যেভাবে পেট্রোলের দাম বাড়ছে এইভাবে চলতে থাকলে সাধারণ মানুষ আর গাড়ি চালাতে পারবে না।এই কারণেই এদিন বিক্ষোভ দেখান তারা।এছাড়াও যারা বেশি দাম দিয়ে পেট্রোল কিনছিলেন তাদের ধন্যবাদ জানিয়ে মিষ্টিমুখ করানোর ব্যবস্থাও করা হয়।